বিনামূল্যে ভোকাল স্যাম্পল এবং লুপ পাবেন এমন ১৫টি সাইট
Bengali (বাংলা) translation by Syeda Nur-E-Royhan (you can also view the original English article)
আপনার ট্র্যাকে আমেজ ও আবেগ জুড়ে দিতে ভোকালের ভূমিকা অসীম। এই আর্টিকেলে বিনামূল্যে ভোকাল স্যাম্পল এবং লুপ পাওয়া যায় এমন ১৫টি সাইটের তালিকা রয়েছে। তার মধ্যে একটি একদম উন্নত মানের প্রিমিয়াম সাইটও রয়েছে। আপনার যদি নিজস্ব কোন গায়কদল বা সহগায়ক দল না থাকে বা আপনি একদমই গাইতে পারেন না তাহলে এই লিস্টেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সবকিছু।
আপনি যদি উন্নত মানের ভোকাল এবং ভয়েস ট্র্যাক চান তাহলে আমাদের এই সৃষ্টিশীল রকমারি পণ্যের মধ্যে থেকে বাছাই করে নিতে পারেন। এগুলো অডিওজাঙ্গলে সহজে কিনতে পারবেন।



নইলে বিনামূল্যে পারেন এমন কিছু সাইটে চলে যান নিমিষেই।
১। ভোকাল Downloads.com
ভোকাল Downloads.com-এ রয়েছে বিনামূল্যে পাওয়া স্যাম্পলের সমাহার (উপরে লিঙ্ক দেওয়া আছে)। এছাড়া খুব স্বল্পমূল্যে প্রতিদিন ১ ডলারের বিনিময়ে মেম্বারশিপ নিয়ে আপনি তাদের ক্যাটালগ থেকে যে কোন কিছু ডাউনলোড করার সুযোগ পেতে পারেন।
২। Rapid4me
র্যাপিডশেয়ার সার্চে একটি "ফ্রি ভোকাল স্যাম্পল প্যাকস ২০০৯" অংশ রয়েছে। এখানে অন্যান্য সাইটের স্যাম্পল প্যাকের লিঙ্কও রয়েছে। আপনি যদি ভিন্নধর্মী কিছু চান বা ভোকাল স্টাইলের অনেক বড় সংগ্রহ থেকে বেছে নিতে চান তাহলে এখান থেকে শুরু করাই ভালো হবে।
৩। লুপারম্যান
লুপারম্যানে রয়েছে সম্মানী ছাড়াই ভোকাল লুপ এবং স্যাম্পলের বিশাল সম্ভার। ডাউনলোড করার আগে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে।
৪। ভিপজোন স্যাম্পলস
আপনি ভিপজোন স্যাম্পলসের নিউজলেটার সাবস্ক্রাইব করলে তাদের কাছ থেকে ২৫০ মেগাবাইটের স্যাম্পল প্যাক বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই প্যাকে রয়েছে একটি সমবেত কণ্ঠসঙ্গীত এবং ভোকাল স্যাম্পল।
৫। রব মিউলম্যান
কেভিআরের অডিও ফোরাম থ্রেডে রব লিখেছেন:
বহু বছর ধরে ইন্টারনেটে যত্রতত্র ঘুরে বেড়ানো এবং প্রচুর জিনিসপত্র বিশেষ করে ভিএসটিআইজ, সাউন্ডফন্ট এবং স্যাম্পল ডাউনলোড করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেও এই সঙ্গীত জগতের জন্য কিছু করার।
আমি আমার নিজের কণ্ঠ ব্যবহার করে একটি স্যাম্পল প্যাক তৈরি করেছি। এরমধ্যে কতগুলো বিশেষভাবে এই প্যাকের জন্য তৈরি করা হয়েছে। আর বাকি ভোকাল ট্র্যাকগুলো নেয়া হয়েছে আমার রেকর্ড করা অংশ থেকে। যেসব ছন্দে এগুলো পাবেন তা হচ্ছে: আর অ্যান্ড বি, রক, পপ এবং পুরনো ধাঁচের।
এই প্যাকে রয়েছে ৩টি কনস্ট্রাকশন কিট এবং ৭টি গানের সেট।
প্রতিটি স্যাম্পল হচ্ছে সাধারণ মানসম্পন্ন ১৬ বিটের ওয়েভ ফাইল। এগুলো রেকর্ড করা হয়েছে সেনহেইজার এভল্যুশন ৮৩৫এ মাইক্রোফোন দিয়ে।
(ফাইলফ্যাক্টরি এবং ইউশেয়ারের জন্য) ডাউনলোড লিঙ্ক থ্রেডে দেওয়া আছে।
৬। www.Sampleoidz.co.uk
www.Sampleoidz.co.uk বিনামূল্যে WAV ফরম্যাটে ভোকাল স্যাম্পল প্যাক দিচ্ছে। এটি নেওয়া হয়েছে রাগা জাঙ্গল ভোকালস সিরিজ থেকে। সেখানে মাত্র ১০০টি ফ্রি ডাউনলোডের সুযোগ রয়েছে। কাজেই দ্রুত এই সুযোগ গ্রহণ করুন।
৭। দ্যা ফ্রিসাউন্ড প্রজেক্ট
"ফ্রিসাউন্ড প্রজেক্ট হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্স করা সাউন্ডের সহযোগিতায় তৈরি একটি ডাটাবেজ"। অনেকগুলো ভোকাল স্যাম্পল এখানে যোগ করা হয়েছে।
৮। Acapellas4u.co.uk
এটি একটি বিনামূল্যে সহগায়কদলের ভোকাল ডাউনলোড করার জায়গা এবং দারুণ একটি মিলনমেলা। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৯। ক্রাউলিজ ওয়ার্ল্ড
ক্রাউলিজ ওয়ার্ল্ডে রয়েছে অনেকগুলো জিপড স্যাম্পল। সেই সাথে উপরের লিঙ্কের সাথে যুক্ত একটি ভোকালের সমাহার।
১০। সাউন্ডপ্রোজ
সাউন্ডপ্রোযে একটি বিনামূল্যে স্যাম্পল বিতরণের বিভাগ রয়েছে যেখানে অনেকগুলো সম্মানী বিহীন ভোকাল স্যাম্পল পাওয়া যায়।
১১। স্যাম্পলট্র্যাকস
স্যাম্পলট্র্যাকে বিনামূল্যে ভোকাল লুপস বিতরণের বিভাগ রয়েছে। বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
১২। ইসাউন্ডস
ইসাউন্ডে ফ্রিসাউন্ডজ নামে একটি বিভাগ রয়েছে যেখানে বিভিন্ন ধরণের কনস্ট্রাকশন কিট (অ্যাপল, রেক্স, ডাব্লিউএভি) রয়েছে। সেই সাথে আছে ভোকাল স্যাম্পল।
১৩। প্লাটিনামলুপস
প্লাটিনামলুপসে একটি "বিনামূল্যে লুপ ডাউনলোড" বিভাগ রয়েছে এখানে "ভোকাল স্যাম্পল এবং ভোকাল লুপ" পাওয়া যায়। এখানে প্রতিটি লুপ আর স্যাম্পলই ১০০% বিনামূল্যে পাওয়া যাচ্ছে। প্রতিটি ফাইল এমপিথ্রি, ডাব্লিউএভি, রেক্সটু এবং এআইএফ ফরম্যাটে পাওয়া যাচ্ছে।
১৪। সিসিমিক্সটার
সিসিমিক্সটার হচ্ছে ক্রিয়েটিভ কমন্সের কন্টেন্টের একটি সংগ্রহ যেখানে একটি কাপেলা বিভাগও রয়েছে।
১৫। স্যাম্পলসোয়াপ
স্যাম্পলসোয়াপে রয়েছে বিনামূল্যে পেশাদারী মানের অডিও স্যাম্পলে এবং ইলেক্ট্রনিক মিউজিক। সেই সাথে ১২০০টি ভোকাল এবং উচ্চারিত শব্দের একটি সেট রয়েছে।
আমাদের ভোকালস এবং ভয়েস ট্র্যাকস বা ভোকালস এবং ভয়েস প্যাকসের যে কোন একটি লুফে নিন। অডিওজাঙ্গল থেকে সেরাগুলো বাছাই করে নেওয়ার সুযোগ।
এই তালিকাটি কি আপনার কোন উপকারে এসেছে? অনুগ্রহ করে কোন লিঙ্কটি আপনার সবচাইতে বেশি কাজে লেগেছে তা নিচে কমেন্টে জানিয়ে দিন এবং অন্যান্য কোন চমৎকার সাইটের কথা আমরা ভুলে গিয়ে থাকলে সেগুলোর নাম যোগ করে দিন। কার্যকরীভাবে ভোকাল স্যাম্পল ব্যবহার করার ব্যাপারে কোন পরামর্শ থাকলে বিনা দ্বিধায় তা আমাদের জানাতে পারেন।